দ্য ওয়াল ব্যুরো: সুন্দরী, চার্মিং, প্রতিভাময়ী মেয়েটির কেরিয়ারে ছিল অনেক সম্ভাবনা কিন্তু জীবন তাঁকে এগোতে দিল না। ব্যক্তিগত জীবনে রোম্যান্স, বড় ঘরে বিয়ে, ফুটফুটে মেয়ে এলেও সব ছেড়ে তাঁকে চলে যেতে হল পরলোকে। সময় হাতে কম ছিল মেয়েটির। মাত্র ৩২ বছর বয়সে নিভেছিল জীবন প্রদীপ। সেই অভিনেত্রীর নাম রিচা শর্মা।
৬ অগস্ট ১৯৬৪ সালে দিল্লীতে কৈলাস শর্মা ও মীনা শর্মার পরিবারে জন্মগ্রহণ করেন রিচা। তাঁর বাবা-মা নিউ ইয়র্কে পাকাপাকি পাড়ি দেন যখন রিচা নিতান্ত শিশুকন্যা। নিউ ইয়র্কেই বেড়ে উঠেছিলেন রিচা।