দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবী (Sridevi) নেই, তবু তাঁর সিনেমার গল্প জানতে কার না ভাল লাগে? শেষ হয়েও যে নায়িকার রেশ ফুরোয় না। শ্রীদেবীর এই ছবি কখনও মুক্তি পায়নি। অথচ মাল্টিস্টারার ছবিটি রিলিজ করলে সুপারহিট হতে পারত।
সেই ছবির নাম 'জমিন' (Zameen)। আশির দশকের শুরুতেই তৈরি হয় ছবিটি। তারকাখচিত ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী এবং শত্রুঘ্ন সিনহা। পরিচালনা করেছিলেন রমেশ আহুজা। একেবারে মেনস্ট্রিম অ্যাকশন ড্রামা ছবি ছিল 'জমিন'।