দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউড অভিনেত্রী হিসেবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তাঁর ঝুলিতে ছিল একাধিক সুপারহিট ছবি। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই ডা. শ্রীরাম নেনের (Dr. Shriram Nene) সঙ্গে বিয়ের পর তিনি চলে যান আমেরিকায় (USA)। প্রায় এক দশক সেখানে থাকার পর, এই দম্পতি আবার ভারতে ফিরে আসেন। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে (Podcast) মাধুরী নিজেই জানালেন কেন তাঁরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কেন ভারতে ফিরলেন মাধুরী?