দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পায়ের ফিবুলা হাড় ভেঙেছে (Fibula Fracture)। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অপারেশন ঠিকঠাক। ফিবুলা ভেঙেছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত হল। আপাতত পায়ের বিশ্রামের নির্দেশ। কোনও আমন্ত্রণ, অনুষ্ঠান বা কর্মসূচিতে আপাতত সরাসরি যেতে পারব না।”
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত কুণালের পূর্ণ বিশ্রাম প্রয়োজন। ফেসবুকে জানানোর পরেই রাজনৈতিক মহলে তাঁর আরোগ্য কামনা শুরু হয়েছে।