দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের দিল্লি দাঙ্গার (Delhi Riot) 'বড়সড় ষড়যন্ত্র' মামলায় ফের ধাক্কা খেলেন উমর খালিদ (Umar Khalid Bail Plea) ও শরজিল ইমাম। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) জানিয়ে দিল, জামিন হবে না। তাঁদের সঙ্গে আরও সাত অভিযুক্তের জামিনের আবেদনও (Bail Denied) খারিজ হয়ে গেল।
দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা ও শালিন্ডর কৌরের ডিভিশন বেঞ্চের সামনে এই মামলা ওঠে। এ দিন জামিন খারিজ হয়েছে— শরজিল ইমাম, উমর খালিদ, মহম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আথার খান, মীরান হায়দার, শাদাব আহমেদ, আবদুল খালিদ সইফি, গালফিশা ফাতিমার।