দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের বাইশ গজে ‘উচ্চতা’ কেমনতর ফ্যাক্টর? ইতিবাচক? নাকি নেতিবাচক? দৈহিক উচ্চতা বাড়তি সুবিধা দেয়? নাকি অসুবিধা ঘনিয়ে তোলে?
ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিশ্লেষণ বলছে—খাটো ব্যাটসম্যানরা বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়েই থাকেন! বক্তব্যটি যদিও নিছক হাওয়ায় ভাসিয়ে দেননি, সপক্ষে যুক্তিও সাজিয়েছেন তিনি।