অন্বেষা বিশ্বাস
দূরের কোনও মাঠে এক বিকেলে কেউ চেঁচিয়ে উঠেছিল—“আউট!”
হয়তো কেউ তখন টেলিভিশনের সামনে বসে নিঃশ্বাস আটকে রেখেছিল। বাড়ির উঠোনে, ধুপধাপ শব্দে বাজছিল ঢাক, কেউ ছাদে উঁচুতে টাঙানো অ্যান্টেনা ঘুরিয়ে সিগন্যাল ধরানোর চেষ্টা করছিল। আবার কেউ গ্যালারিতে, মুখে তেরঙা রঙ মেখে, কণ্ঠ ফাটিয়ে চিৎকার করছিল— “ইন্ডিয়া, ইন্ডিয়া!”