দ্য ওয়াল ব্যুরো: সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের ছাড়পত্র দিয়েছে লোকপাল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে।
আদালতের নথি অনুযায়ী, লোকপালের অনুমতি দেওয়ার প্রক্রিয়াতেই অনিয়মের অভিযোগ তুলেছেন মহুয়া। তাঁর দাবি, তদন্ত সংস্থাকে চার্জশিট পেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লোকপাল ঠিকভাবে নিয়ম মেনে চলেনি। সেই প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি আদালতের নজরে এনেছেন তিনি।
#REL