দ্য ওয়াল ব্যুরো: ডাবর চ্যবনপ্রাশকে লক্ষ্য করে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন বন্ধ করতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি মিনি পুষ্কর্ণার এজলাসে মামলাটি ওঠে ডাবরের দায়ের করা এক আবেদনকে কেন্দ্র করে।
ডাবরের দাবি, তাদের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট চ্যবনপ্রাশ নিয়ে পতঞ্জলি আয়ুর্বেদের তৈরি বিজ্ঞাপনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানজনক। বিজ্ঞাপনে পতঞ্জলি দাবি করে, তারাই একমাত্র সংস্থা যারা আয়ুর্বেদের শাস্ত্র এবং প্রাচীন গ্রন্থ মেনে ‘আসল’ চ্যবনপ্রাশ তৈরি করে। পরোক্ষভাবে বোঝানো হয়, ডাবরের মতো সংস্থাগুলির আয়ুর্বেদ নিয়ে যথেষ্ট জ্ঞান নেই।
#REL