দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হাইকোর্টে (Delhi high court) বোমাতঙ্ক (bomb threat)! শুক্রবার এক হুমকি ই-মেল (Threat mail) পৌঁছনোর পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, বিজয় শর্মা নামের এক ব্যক্তির পাঠানো ওই ই-মেলটি গিয়েছিল আইনজীবী আরজি অরুণ ভরদ্বাজের ইনবক্সে। সেখানে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ ছিল। হুমকির খবর পৌঁছতেই বেশিরভাগ কোর্টরুম হঠাৎই ওঠে যায়, এবং নিরাপত্তাকর্মীরা সবাইকে বাইরে বেরিয়ে যেতে অনুরোধ করেন।
#REL