দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। একদিকে দিল্লি হাইকোর্টে চলছে মামলা, অন্যদিকে তার স্ত্রী প্রিয়া কাপুর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে সবার নজর কেড়েছেন।
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার স্ত্রী প্রিয়া কাপুর (সচদেব) এই প্রথম কোনও কর্পোরেট বৈঠকে অংশ নিলেন। অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ACMA) আয়োজিত এই বৈঠকে প্রিয়া ‘অরিয়াস ইনভেস্টমেন্ট’ (AIPL)-এর পরিচালক হিসেবে যোগ দেন। ‘সোনা কমস্টার’ নামের একটি অটো পার্টস সংস্থার বড় শেয়ার রয়েছে এই ইনভেস্টমেন্ট অফিসের।