দ্য ওয়াল ব্যুরো: বলিউডে একটা কথা খুব চালু—যখন সব দিক থেকে ব্যর্থতা ঘিরে ধরে, তখন বাঁচায় একটাই জঁর: অ্যাকশন। প্রেম, কমেডি, মেলোড্রামা—সব কিছু পিছনের সারিতে ফেলে আবারও প্রমাণ হল যে, নায়কের ‘কামব্যাক’ যদি হয়, তবে সেটা হবে ঘুষি, গুলি আর বারুদঘেরা এক দুর্ধর্ষ রূপে। সেই পথ খুঁজে পেলেন রণবীর সিং!
#REL
সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। চোখেমুখে রক্ত, সিগারেট ঠোঁটে, কাঁধে লম্বা চুল, রক্তে রাঙা হাত, রণবীর যেন একদম ভিন্ন মানুষ। মনে পড়ে ‘অ্যানিম্যাল’-এর রণবীর, ‘পাঠান’-এর শাহরুখ কিংবা ‘ওয়ান্টেড’-এর সলমনকে।