দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে এখনও ঝড় তুলছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। মুক্তির পর মাত্র তিন দিনেই ছবিটির নেট কালেকশন পেরিয়ে যায় একশো কোটির গণ্ডি। পরের দু’দিনে আয় কিছুটা কমলেও মোট সংগ্রহ ইতিমধ্যেই দেড়শো কোটির ওপরে। স্বাভাবিকভাবেই বে়ড়ে চলেছে ছবির সিকোয়েল ‘ধুরন্ধর ২’–এর প্রত্যাশা (Ranveer Singh)। ইদের সময় মুক্তি পেতে চলেছে সিক্যুয়েলটি।