দ্য ওয়াল ব্যুরো: আজকের দিনে ডিজিটালি মুহূর্ত ধরে রাখতে এবং গোটা বিয়ে উতরে দিতে পুরোহিতমশাইয়ের সঙ্গে তাঁদের অবদান কিছু কম নয় বটে! বিয়ের মতো এক বিশেষ দিন সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরবন্দি করে তুলতে এখন পেশাদার ফোটোগ্রাফার বিয়ের বাকি রীতিনীতি মেনে চলার মতোই এক বিশেষ প্রয়োজন হয়ে উঠেছে।
কোনও একটা মুহূর্তও যেন বাদ না পড়ে, সেজন্য চার-পাঁচজনের একটা দল রীতিমতো ছোটাছুটি করে চলেন গোটা বিয়েবাড়ি জুড়ে। কিন্তু তাঁরাও তো অতিথি, তাঁদের খেয়াল রাখা কি গৃহকর্তার কর্তব্য নয়? সম্প্রতি দিল্লির একটি ঘটনা, এবং তা নিয়ে এমন মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
#REL