দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় খান্না (akshaye khanna) যখন সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর-এ রহমান ডাকাতের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শককেও মোহিত করেছেন, তখন থেকেই নেটিজেনদের প্রশ্ন একটাই —পরবর্তীতে কোন প্রজেক্টে দেখা যাবে তাঁকে? ‘ধুরন্ধর’-এর নেগেটিভ চরিত্র দেখে দর্শকদের মাঝে তৈরি হওয়া উত্তেজনা যেন কমার নামই নিচ্ছে না।
#REL