দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের আউরাইয়া জেলার বিধুনা তহসিল অফিসের কাছে এক ব্যক্তি টাকার ব্যাগ চুরি করে টাকা ওড়ানোর পর 'আকাশ থেকে টাকার বৃষ্টি' দেখে অবাক হয়ে যান। রোহিতাশ চন্দ্র নামে ওই ব্যক্তির মোট ৮০,০০০ টাকা ছিল, যার মধ্যে ২৮,০০০ টাকা খুইয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে যখন একটি বাঁদর রোহিতাশ চন্দ্রের মোটরসাইকেলের বুটে রাখা টাকার ব্যাগটি চুরি করে এবং সেখান থেকে টাকা বের করে এদিক-ওদিক ছুঁড়ে মারতে শুরু করে। এই কাণ্ড দেখার পর সেখানে উপস্থিত লোকজন টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। শেষে ৮০,০০০ টাকার মধ্যে ৫২,০০০ টাকা উদ্ধার করা গেলেও বাকি টাকা খোয়া যায়।
#REL