দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধর পরিচালিত ছবি 'ধুরন্ধর' (Dhurandhar) দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। ছবিটি দেখার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবিটির কাস্ট এবং ক্রুদের প্রশংসা করেছেন।
পোস্টের শুরুতে 'পুষ্পা' অভিনেতা লেখেন, "এইমাত্র ধুরন্ধর দেখলাম। এটি দারুণ তৈরি একটি ছবি, যা দুর্দান্ত অভিনয়, সেরা প্রযুক্তিগত দিক এবং অসাধারণ সাউন্ডট্র্যাক্সে ভরপুর।"