দ্য ওয়াল ব্যুরো: শোনা যাচ্ছে, পুরুষ নাকি কম পড়িয়াছে! ইউরোপের ছোট্ট এক দেশ লাটভিয়া (Latvia), সেখানেই এমন অদ্ভুত সংকট। দেশটিতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে (Latvia men shortage), সেখানে অনেক মহিলাই এখন বাধ্য হয়ে ‘হাজব্যান্ড ফর অ্যান আওয়ার’ অর্থাৎ ‘এক ঘণ্টার জন্য স্বামী’ (husband for an hour) ভাড়া নিচ্ছেন, যিনি কিনা হাতে হাত মিলিয়ে ঘরদোরের কাজ সামলাবেন। ব্রিটেনের 'দ্য সান'–এর প্রতিবেদন বলছে, এই বিশেষ পরিষেবার চাহিদা লাটভিয়ায় চোখে পড়ার মতো বেড়েছে (rented husbands demand Europe)।
ইউরোস্ট্যাট জানাচ্ছে পুরুষ-নারীর এই ভয়াবহ অসমতা