দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং চল্লিশে পা দিলেন। আর ভক্তদের উপহার দিলেন নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। ঝলক যতটা জমাটি, আলোচনাও ততটাই বিস্ফোরক। কারণ ছবিতে রণবীরের বিপরীতে যাঁকে দেখা যাবে, তিনি সারা অর্জুন—মাত্র ২০ বছর বয়সি এক তরুণী, যাঁকে এখনও অনেকেই মনে রাখেন শিশুশিল্পী হিসেবে ‘দেইভা থিরুমাগাল’-এ তাঁর অভিনয়ের জন্য। আর এখানেই শুরু বিতর্ক।
#REL