দ্য ওয়াল ব্যুরো: চারদিকে যখন ওয়ার্ক কালচার (work culture) নিয়ে এত কথা হচ্ছে, কিছু সংস্থা তাদের কর্মীদের ভাল থাকার কথা ভেবে পদক্ষেপ নিচ্ছে, কেউ বা 'দৃষ্টান্ত' তৈরি করছে। এমনই এক দৃষ্টান্ত উঠে এল সোশ্যাল মিডিয়া এক্স-এ।
চাকরি করতে এসেছ মানে নিজের জীবনটা দানখয়রাতি করতে দিতে হবে, এই মানসিকতা ক্রমশ কুড়ে কুড়ে খাচ্ছে সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমেলের স্ক্রিনশট-সহ একটি পোস্ট ভাইরাল (email viral post) হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে সরাসরি ইউকো ব্যাঙ্কের জোনাল হেডের (UCO Bank zonal head) বিরুদ্ধে।