দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ মানেই যে কেবল কান্না বা হতাশা নয়, তা প্রমাণ করে দিলেন এক যুবক। জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি ডিভোর্সের দিনটিকেই বেছে নিলেন উৎসবের মতো উদ্যাপনের জন্য (Post-divorce celebration)। প্রাক্তন স্ত্রীকে 'উপহার' দিলেন ১২০ গ্রাম সোনা ও ১৮ লক্ষ টাকা, তারপর কেটে ফেললেন একটি চকলেট কেক- যাতে লেখা ছিল 'Happy Divorce, 120 gram gold, 18 lakh cash'!