দ্য ওয়াল ব্যুরো: জটিল রোগে ভুগছিলেন শেষ তিন বছর ধরে। বাকশক্তি হারিয়েছিল, কিন্তু হারাতে পারেনি জীবনীশক্তিকে।
শরীর আস্তে আস্তে জানান দিচ্ছিল, এইভাবেই একদিন চলে যেতে হবে একদিন পৃথিবী ছেড়ে। স্নেহের, কাছের মানুষদের ছেড়ে পাড়ি দিতে হবে অন্য দুনিয়ায়। তাঁদের কথা ভেবে নিজেই লিখে রেখে গেলেন নিজের মরণোত্তর চিঠি। মৃত্যুর আগে নিজের শেষশয্যা (কফিন) বেছে নিয়েছিলেন, শেষকৃত্যের গান ঠিক করেছিলেন, এমনকী নিজের স্মরণসভা হিসেবে একটি ডান্স পার্টির পরিকল্পনাও করে রেখেছিলেন লিন্ডা মারফি।
#REL