দ্য ওয়াল ব্যুরো: সামনে থেকে তাকালে মনে হবে সাধারণ কোনও বাড়ি। কিন্তু পাশ ঘুরলেই চমক। দেখা মিলবে আস্ত একটা দেওয়ালের। দৈর্ঘ্য বিরাট প্রস্থ প্রায় নেই বললেই চলে। বিহারের খাগাড়িয়া জেলার এই অদ্ভুত নির্মাণ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেউ বলছেন ‘দেয়ালের মতো বাড়ি,’ কেউ আবার মজা করে তুলনা করছেন দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে।
সম্প্রতি এক্স-এ শেয়ার হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে এই আশ্চর্য বাড়িটি। দেখতে একেবারে দেয়ালের মতো। ভিডিওতে লেখা, 'খাগাড়িয়ার এই বিস্ময় কোথায় রয়েছে? কীভাবে এর মধ্যে মানুষ থাকতে পারে?' এই প্রশ্নেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।
#REL