দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার (Odisha) গঞ্জাম জেলায় এক ভবঘুরে গরুর পেট (Plastic recovered from Cow stomach) থেকে বের হল প্রায় ৪০ কেজি প্লাস্টিক (40 kg Plastic)! সোমবার সরকারি পশু হাসপাতালে (Animal Hospital) দীর্ঘ তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর গরুটির পেট থেকে পলিথিন-সহ নানা অ-পাচ্য বস্তু বার করেন ভেটেরিনারি চিকিৎসকেরা।
জেলার প্রধান ভেটেরিনারি আধিকারিক অঞ্জনকুমার দাস জানান, পাঁচ বছরের ওই গরুটি আপাতত বিপদমুক্ত। অন্তত এক সপ্তাহ তাকে হাসপাতালেই রাখা হবে।
#REL