দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারি করেছি, ঠিকানা দিয়েছি মানে দরজায় খাবার আসবে। উঠে শুধু খাবারটা নেব। তাই আমরা অনেকেই ডেলিভারি পার্সনকে নির্দিষ্ট ফ্লোরে উঠে এসে খাবার দিয়ে যেতে বলি। কেউ না দিলে রেগেও যাই। ডেলিভারি যাঁরা করেন, তাঁরাও অনেকসময় বিভিন্ন কারণে এমন নির্দেশ শুনে বিরক্ত হন। কিন্তু এই ঘটনা একদম আলাদা। ডেলিভারি পার্সনকে খাবার নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে দিতে বলার সময়ই একটা মিষ্টি গল্প খুঁজে পান গুরুগ্রামের এক ব্যক্তি।