দ্য ওয়াল ব্যুরো: দু’-দশ টাকায় বাজারে মিলছে সেফটি পিন। জামাকাপড়ের ছোটখাটো গণ্ডগোল সামলাতে এই ছোট্ট ধাতব জিনিসটাই ভরসা। অনেক মহিলা নিজেদের ব্যাগ বা বালায় একটা সেফটি পিন ঝুলিয়েও রাখেন, ‘যদি দরকার পড়ে!’
কিন্তু এবার যদি বলি, একটা সেফটি পিনের দাম ৬৯ হাজার টাকা! অবিশ্বাস্য শোনালেও সত্যি। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড 'প্রাডা' বাজারে এনেছে এক অভিনব সেফটি পিন ব্রোচ, যার দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও।
#REL
৬৮,৭৫৮ টাকার প্রাডা সেফটি পিন!