দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির সিনেমাগুলির মধ্যে অন্যতম 'বর্ডার' (Border)। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির সিক্যুয়েল (Border 2) ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল ও অপেক্ষা বাড়ছে। এর মধ্যেই সামনে এল অভিনেতা আহান শেট্টির প্রথম লুকের পোস্টার, যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
পোস্টারে দেখা যাচ্ছে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আহান (Ahan Shetty)। মুখে ধুলো-মাটি, রক্তমাখা দাগ, হাতে বন্দুক, আর চোখে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার। এক ঝলকেই বোঝা যাচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটি বেশ শক্তিশালী কিন্তু আবেগে ভরা।