দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ঝলমলে আলোয় অন্যরকম এক সন্ধ্যার সাক্ষী থাকল বলিউড। কারণ সে সন্ধ্যা শুধু নতুন এক যাত্রার সূচনা নয়, বরং পুরনো বন্ধুত্বের উষ্ণ স্মৃতিরও পুনর্জন্ম। আরিয়ান খান—শাহরুখ খানের ছেলে, এবার পা রাখলেন পরিচালনার জগতে। তাঁর প্রথম ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*–এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন তারকারা। উপস্থিত ছিলেন ববি দেওল, যিনি সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
#rel