দ্য ওয়াল ব্যুরো: রামলীলা থেকে সম্প্রতি বাদ পড়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। সেই নিয়ে বিস্তর আলোচনা, চর্চা, সমালোচনা শেষে ফের শিরোনামে দিল্লির রামলীলা। সূত্রের খবর, আয়োজক লব কুশ কমিটি আমন্ত্রণ জানিয়েছিল বলি অভিনেতা ববি দেওলকে। তিনি সে ডাকে সাড়া দিয়েছেন এবং দিল্লির ঐতিহাসিক লালকেল্লার রামলীলায় রাবণ দহন করবেন এবার।
কমিটির তরফে পাঠানো আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন অভিনেতা। এক ভিডিও বার্তায় ববি নিজেই উচ্ছ্বসিত হয়ে পুরোটা জানিয়েছেন। 'দিল্লি কী রামলীলা মে ইস বার ম্যায় আ রাহা হুঁ... তো মিলতে হ্যায় দশেরা পর।'
#REL