দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় ধরে বলিউডের আকাশে সমানতালে জ্বলছে তিন নক্ষত্র— শাহরুখ খান, সলমন খান আর আমির খান। এক এক জন এক এক স্বপ্নের প্রতীক, এক এক জন আলাদা রকমের মায়া তৈরি করেছেন দর্শকের মনে। কিন্তু জনপ্রিয়তার পাল্লায় কে এগিয়ে? এই চিরচেনা প্রশ্নটাই সম্প্রতি উঠেছিল চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সামনে।
#REL