দ্য ওয়াল ব্যুরো: অনুরাগ কাশ্যপ মানেই অন্যরকম সিনেমার প্রতিশ্রুতি। সেই দুনিয়ায় এবার নতুন সংযোজন ‘বান্দর’ (বাংলায় অর্থ খাঁচায়বন্দি বানর) একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার যা প্রিমিয়ার করতে চলেছে ২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (TIFF) ৫০তম সংস্করণে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ববি দেওল ও সান্যা মালহোত্রা। তবে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি চমক হল, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।
#REL