দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ডেবিউ করা নায়ক আহান পান্ডের প্রথম ছবি 'সাইয়ারা' মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ছবিটি ৫০০ কোটির বেশি আয় করেছে এবং এখনও সফলভাবে চলছে। ছবির সাফল্যে খুশির জোয়ারে ভেসে গেছেন বলিউড অভিনেতা ববি দেওল।
এক সাক্ষাৎকারে ববি জানান, 'সাইয়ারা' দেখে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ছবিটি তাঁকে আহানের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়। ববি বলেন, “আহান আমার চোখের সামনেই বড় হয়েছে। ছোটবেলায় সে স্পাইডার-ম্যানের পোশাক পরে মজা করত, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… শুরু থেকেই ও খুব এনার্জেটিক ছিল।”
#REL