দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের বিশেষ নজর কেড়েছে অক্ষয় খান্নার এন্ট্রি। রহমান ডাকাতের ভূমিকায় তাঁর দুর্দান্ত অভিনয় এক কথায় অসাধারণ, এমনটাই মনে করছেন দর্শকেরা। তাঁর অভিনয়ই যেন আলাদা মাত্রা দিয়েছে ছবিকে।
অক্ষয়ের অভিনয়ের পাশাপাশি ছবির ভাইরাল গান FA9LA নিয়েও উন্মাদনা তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না, এই জনপ্রিয় গানের গায়ক ফ্লিপ্পেরাচি আসলে কে।
#REL
কী এই FA9LA?