দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ধুরন্ধর' (Dhurandhar) আগামীকাল মুক্তি পেতে চলেছে। ঠিক তার আগের দিন ছবির অন্যতম অভিনেতা রাকেশ বেদি (Rakesh Bedi) প্রকাশ করলেন যে এই ছবির একটি সিক্যুয়েলও (Part Two) আসছে।
আইটিভি ব্লিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ বেদি নিশ্চিত করেছেন যে 'ধুরন্ধর ২' (Dhurandhar 2) আর কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবে এবং সিক্যুয়েলে তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
#REL