দ্য ওয়াল ব্যুরো: রিল খুললেই সেই বিট, সেই সুর—এড়ানোই যাচ্ছে না। কথা হচ্ছে Flipperachi–র ‘Fa9la’ নিয়ে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে এই আরবি হিপ-হপ ট্র্যাক ব্যবহার হওয়ার পর থেকেই গানটি ব্যাপক ভাইরাল। রহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার উপস্থিতিকে আরও আকর্ষনীয় করে তুলেছে এই গান। বিশেষ করে অক্ষয়ের সেই নাচ গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।
যদি ‘Fa9la’ আপনার প্লেলিস্টে বারবার ঘুরে ফিরে আসে, তাহলে এই তালিকাটা আপনার জন্যই। ‘Fa9la’ সহ আরও ৮টি জনপ্রিয় আরবি গান, যেগুলো এখনই প্লেলিস্টে রেখে দিতে পারেন।
#REL
১. Fa9la – Flipperachi