দ্য ওয়াল ব্যুরো: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনা সামনে এল। দিন কয়েক আগে গুজরাটের আমেদাবাদে ১৭ জন বাংলাদেশি নাগরিক ধরা পড়ার পর, এবার উত্তরাখণ্ডের দেরাদুন থেকে গ্রেফতার করা হলো দুই বাংলাদেশি মহিলাকে। তাঁরা বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে দাবি করেছে পুলিশ।
শনিবার বারাণসী থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁর দেরাদুন যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি উত্তরাখণ্ড রাজ্যের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
#REL