দ্য ওয়াল ব্যুরো: স্বামী নাস্তিকতায় বিশ্বাসী। তিনি পুজো, ঠাকুর-দেবতায় বিশ্বাস করেন না। এই অভিযোগ নিয়ে উত্তরাখণ্ড হাই কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন এক মহিলা।
মহিলার অভিযোগ, তাঁর স্বামী এতটাই ঈশ্বর অবিশ্বাসী যে ছেলের মুখের ভাতের অনুষ্ঠানে কোনও মাঙ্গলিক আচার পালন করতে দেননি। বাড়ি থেকে ঠাকুর দেবতার সমস্ত ছবি, মূর্তি ছড়িয়ে ফেলতে হয়েছে স্বামীর চাপে। মহিলার আরও দাবি, তিনি ছেলের নাম হিন্দু দেবতার নামে রাখতে চেয়েছিলেন। স্বামীর আপত্তিতে তাও সম্ভব হয়নি।