দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে। মঙ্গলবার বেলা গড়াতেই মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরকাশীর (Uttarkashi) একটি গ্রামে ধস ও হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। এখনও পর্যন্ত অন্তত ৫০ জন মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে (Cloudburst at Uttarkhand)। ইতিমধ্যেই চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।