দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা ঠাকুরপুকুর থানার অন্তর্গত কদমতলা এলাকায় (Thakurpukur Accident)। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে দুটি বাইক ও একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে এক্সপ্রেস বাস।
জানা যায়, বাসের ধাক্কায় ছিটকে পড়েন বাইক চালকরা। তাঁদের মধ্যে একজনের পায়ের ওপর দিয়েই গড়িয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনার জেরে তাঁর একটি পা বাদ দিতে হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাস চালককে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।