দ্য ওয়াল ব্যুরো: বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে (Uttarakhand Rudrapragay) বৃহস্পতিবার সকালে অলকানন্দা নদীতে উল্টে পড়ল পর্যটক বোঝাই একটি বাস (Bus)। এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ অন্তত ১০ যাত্রী। ঘটনাস্থলে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ।
উত্তরাখণ্ড পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ আনন্দ ভারানে জানিয়েছেন, রুদ্রপ্রয়াগের ঘোলতির কাছে একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। বাসে ছিলেন ১৮ জন যাত্রী। তাঁদের মধ্যে অনেকেই বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে অনুমান।