দ্য ওয়াল ব্যুরো: রোহিঙ্গা ইস্যুতে (Rohingya) দিঘায় রাস্তায় নামছে বিজেপি (BJP)। রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদে শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই আবেদনে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।
শনিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, দিঘা বাইপাসের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে যুব আবাস পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। শোভাযাত্রায় সর্বাধিক ২ হাজার জন অংশ নিতে পারবেন। সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে।
#REL