দ্য ওয়াল ব্যুরো: দিঘার নতুন জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir) উদ্বোধনের পর থেকেই সমুদ্র সৈকত শহরে যেন পর্যটকদের ঢল নেমেছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে সমুদ্র-সৈকতের টান— দুয়ের মিশেলে দিঘায় ভিড় ক্রমেই বেড়ে চলেছে। আর এই ভিড়কেই পুঁজি করে একশ্রেণির হোটেল মালিক, অটো-টোটো চালক এবং দোকানদারেরা বাড়তি রোজগারের লোভে লাগামহীন দাম (Digha hotel rate) বাড়িয়ে চলেছে বলে অভিযোগ।