দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র তিনদিন। আগামী ২৭ জুন অর্থাৎ শুক্রবার রথযাত্রা (Rath holiday)। পরের দিন শনি ও রবিবার থাকায় টানা তিনদিনের ছুটি। ফলে সমুদ্র এবং জগন্নাথ মন্দির দুইয়ের সংস্পর্শে দিঘার (Digha) হোটেলগুলিতে ঠাঁয় নাই ঠাঁয় নাই অবস্থা। অগত্যা দুধের স্বাদ ঘোলে মেটাতে পর্যটকদের ভিড় বাড়ছে বকখালিতে (Bakkhali)।
বকখালির হোটেল ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, সাধারণত বর্ষাকালে তেমন ভিড় থাকে না। কিন্তু এই বছর রথের ছুটিতে ছবিটা পাল্টে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ ঘর বুকিং হয়ে গিয়েছে। প্রচুর ফোনকল আসছে, ঘর ফাঁকা আছে কি না জানতে চাইছেন পর্যটকেরা।
#REL