দ্য ওয়াল ব্য়ুরো: পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা নিয়ে ভক্তমহলে উদ্বেগ আরও বাড়ল। গত শুক্রবার দুটি গুরুতর ঘটনা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মন্দিরের মধ্যে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, ভক্ত এবং পুরোহিতদের অসতর্কতা বারবার নিয়ম লঙ্ঘনের দিকে ইঙ্গিত করছে।
পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না। নির্দিষ্ট স্থানে সেগুলি জমা রাখার ব্যবস্থা আছে। এর মধ্যেও এক ভক্ত লুকোনো ক্যামেরা নিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
#REL