দ্য ওয়াল ব্যুরো: মেকআপ করে মায়ের সাজে। একরকম দেখিয়ে দিনের পর দিন পেনশন হাতালেন ব্যক্তি। ঘটনায় তোলপাড় নর্দার্ন ইতালির বোরগো ভিরজিলিও এলাকা। শুধু তাই নয়, মায়ের মৃত্যু গোপন রাখতে ঘরের মধ্যেই লুকিয়ে রাখেন দেহ।
ওই ব্যক্তির মা মারা যান ২০২২ সালে। কিন্তু বিষয়টি সেভাবে কাউকে জানতে দেননি তিনি। কোনও সরকারি দফতরে হয়নি ডেথ রিপোর্টও (Death Report)। জানা গেছে, বাড়িতেই দেহ লুকিয়ে রেখে নিয়মিত তাঁর মায়ের বার্ষিক পেনশন তোলা চালিয়ে যান। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ওই মহিলা একসময়ে উল্লেখযোগ্য অঙ্কের ইউরো (Euro) পেতেন পেনশন হিসেবে, যার পুরোটাই আত্মসাৎ করছিলেন ছেলে।
#REL