দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। আর এই মামলায় রাজ্য (State Govt) ও হিডকোর (Hidco) থেকে হলফনামা তলব করেছে আদালত। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
হাইকোর্টে মামলাকারীর বক্তব্য, দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে হিডকোর অর্থ সাহায্যে। আর হিডকোর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, এটা আইনের পরিপন্থী। জনগণের টাকা এভাবে ব্যবহার করা যায় না।
#REL