সোমা লাহিড়ী
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি ওই যে বাহির পথে ....
বছরে এই একটা দিনই মন্দিরের গর্ভগৃহ থেকে পথে বের হন তিনি। তিনি তারাপীঠের তারা মা। আষাঢ় মাসে পুরীর জগন্নাথদেব যখন সেজেগুজে রথে চড়ে মাসির বাড়ি যান, ঠিক তখনই বীরভূমে তারা মায়ের মন্দিরেও শুরু হযে যায় আয়োজন। অবশ্য সেবায়েতরা তোড়জোড় শুরু করে দেন সকাল থেকেই। বিকেলে রথে চেপে তারা মা নগর পরিক্রমায় বেরোবেন যে।