দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বলাঙ্গিরে ব়্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছাত্রিয়ার (৩৩)। জানা গিয়েছে, গত ২৩ জুলাই ওই কুকুরটি হঠাৎ করেই রাস্তায় লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছ’জনকে কামড়ায়, যাঁদের মধ্যে ছিলেন যোগেন্দ্র ছাড়াও কয়েকজন পড়ুয়া, তারা সকলেই স্কুলে যাচ্ছিল।
কামড়ের ঘটনায় আহত ছ’জনকে প্রথমে বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বুর্লায় পাঠানো হয়। তাঁদের মধ্যে চারজন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও যোগেন্দ্র এবং আর এক আক্রান্ত হৃষিকেশ রানা (৪৮) শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
#REL