দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার ভদ্রকের (Odisha News) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখার সামনে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ব্যাঙ্কের (Bank Ladder) মূল দরজা ভেঙে যাওয়ায় গ্রহকদের ঢুকতে হচ্ছে কাঠের মই বেয়ে!
জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় বুলডোজার দিয়ে অ্যান্টি–এনক্রোচমেন্ট অভিযান চালায় স্থানীয় প্রশাসন। সেই অভিযানের জেরে এসবিআই শাখার প্রধান দরজাটিই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে ব্যাঙ্কে ঢোকার স্বাভাবিক পথ অচল হয়ে যায়।
#REL