দ্য ওয়াল ব্যুরো: কর্মীদের লন্ডন পাঠাচ্ছে চেন্নাইয়ের রিয়েল এস্টেট সংস্থা। হ্যাঁ বার্ষিক প্রফিটের টাকায় এক-দুই নয়, ১০০০ কর্মীকে এই সুবিধা দেওয়া হচ্ছে।
চেন্নাইয়ের রিয়েল এস্টেট সংস্থা কাসাগ্র্যান্ড (Casagrand)। বার্ষিক প্রফিট শেয়ার বোনাস (Profit Share Bonanza) উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ করতে চলেছে। সংস্থার মোট ৭,০০০ কর্মীর মধ্যে প্রায় ১৫ শতাংশের জন্য এই বিদেশ সফর ঘোষণা করা হয়েছে। ভারত এবং দুবাই–সহ বিভিন্ন শাখা থেকে কর্মীরা এই লন্ডন যাওয়ার সুযোগ পেয়েছেন।
#REL