দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে কর্মীদের খুশি করতে ৫১টি নতুন গাড়ি উপহার দিলেন এক উদ্যোক্তা। আনন্দ ভাগ করে নিতেই এই পদক্ষেপ বলে জানালেন। মিটস হেলথকেয়ারের (Mits Healthcare)কর্মীরা স্বভাবতই উচ্ছ্বসিত। তবে, এটা প্রথম বছর নয়, এর আগেও এভাবেই মূল্যবান উপহার, এমনকি গাড়িও গিফট করেছেন চণ্ডীগড়ের এম রে ভাটিয়া।
সামাজিক কর্মী ও ব্যবসায়ী ভাটিয়া জানিয়েছেন, এই উদ্যোগ তিনি নিয়েছেন কর্মীদের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার স্বীকৃতি দিতে। তাঁর সংস্থার সাফল্যের পিছনে এই টিমেরই অবদান সবচেয়ে বেশি, তাই কৃতজ্ঞতা স্বীকার করেছেন খুশি করে।
#REL